আইন-আদালত

জুলাই আন্দোলনের হত্যা মামলা: সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনের হত্যা মামলা: সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Advertisement

সোমবার (৭ জুলাই) সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার তদন্তের অগ্রগতির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট গণহত্যার মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।

Advertisement

এফএইচ/এমআইএইচএস/জিকেএস