নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রশাসনের কাছে অভিযোগের পর মো. সজীব মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার আগবজান গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় সজীবকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় সজীব মাদক সেবনের কথা স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
Advertisement
সজীবের মা মাজেদা আক্তার জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতো। তাদের কখনো গালাগাল, কখনো শারীরিক নির্যাতন করতো সজীব। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের অভিযোগ যাচাই করে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।
এইচ এম কামাল/এমএন/জিকেএস
Advertisement