জাতীয়

ঢাকায় দিনভর ১৫ মিলিমিটার বৃষ্টি, থাকতে পারে আগামীকালও

ঢাকায় দিনভর ১৫ মিলিমিটার বৃষ্টি, থাকতে পারে আগামীকালও

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরছে। রাজধানী ঢাকায়ও দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রাও অনেকটা কমেছে। গরমের অস্বস্তি থেকেও মিলেছে সাময়িক স্বস্তি।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাত আগামীকাল বুধবারও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, টানা বৃষ্টির পেছনে কারণ হলো লঘুচাপের প্রভাব। সঙ্গে মৌসুমি বায়ু মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সক্রিয়। কালও রাজধানীতে বৃষ্টি থাকবে। তবে আজকের চেয়ে কিছুটা কম থাকবে।

আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়।

Advertisement

আরএএস/এমকেআর/এএসএম