জাতীয়

রূপগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মো. মাহবুব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের মাঝিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পরিবার জানায়, মাহবুব বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে একা একা পাশের বিলে চলে যায়। সেখানেই পানিতে খেলতে গিয়ে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহবুবের মামা মো. হাসান জানান, মাহবুব রূপগঞ্জের মাঝিনা এলাকার মোহাম্মদ রবিনের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/বিএ/এএসএম