আইন-আদালত

অসত্যের সীমা আছে, আদালতকে সাবেক স্বরাষ্ট্র সচিব

অসত্যের সীমা আছে, আদালতকে সাবেক স্বরাষ্ট্র সচিব

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানার রাসেল ও রিটন হত্যার পৃথক দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement

এদিন রিমান্ড শুনানিতে আদালতকে জাহাংগীর বলেন, অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।

এদিন সকালে তাকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর সোয়া ১০টার পর আদালতে নেওয়ার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হয়। সারিবদ্ধ পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সকাল সাড়ে ১০টায় আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহানুজ্জামান ও সারোয়ার জাহান ৫ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আমার মক্কেল সরকারি চাকরিজীবী। সরকারের আদেশের বাইরে ওনাদের যাওয়ার সুযোগ নেই। মন্ত্রণালয়ের আদেশ সব সরকারি চাকরিজীবীদের মানতে হয়। আর তার হার্টের রিং পরানো। শারীরিকভাবে অসুস্থ। এর আগেও ওনাকে কয়েক দফা রিমান্ড দেওয়া হয়েছে।

এ সময় জাহাংগীর আলম বিচারকের কাছ থেকে কিছু বলার অনুমতি নেন। অনুমতি পেয়ে তিনি বলেন, অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। ৫ আগস্ট অফিস করিনি। ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্ট দেখানো হচ্ছে।

Advertisement

পরে আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমআইএন/এসএনআর/জেআইএম