জাতীয়

সেবা গ্রহণে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারির নির্দেশনা

সেবা গ্রহণে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারির নির্দেশনা

আগামী ২৪ জুলাইয়ের মধ্যে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারি করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।

Advertisement

গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সেবা গ্রহণে নাগরিকদের সমস্যা, অনুযোগ শোনার জন্য সব সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করতে সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন।

সভায় জানানো হয়, এ সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে গণশুনানি বিষয়ে সভা করা হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের পরিপত্রে কিছু সংশোধনসহ নতুন পরিপত্র জারি করার কার্যক্রম চলমান।

Advertisement

সভায় এই মর্মে সিদ্ধান্ত হয় যে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারি করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমআরএম/জেআইএম