হামলা, ভাংচুরের মধ্যেই গোপালগঞ্জে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) কেন্দ্রীয় নেতারা।
Advertisement
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার আগে তারা মঞ্চে আসেন। ২টা থেকে তারা বক্তব্য দেওয়া শুরু করেন।
এর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
এই কর্মসূচি ঘিরে সকাল ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে চালক আহত হন। সকালে নিরাপত্তা টহলে বের হয়ে উপজেলার কংসুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এতে নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ অবস্থানে নিয়ে যান।
এর আগে পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। এসময় পাঁচ পুলিশ সদস্যরা আহত হয় বলে জানান ওসি মির মো. সাজেদুর রহমান।
এছাড়া সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিধান মজুমদার/এএইচ/জেআইএম
Advertisement