জাতীয়

উপজেলা পরিষদ শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের কমিটি হবে

উপজেলা পরিষদ শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের কমিটি হবে

উপজেলা পরিষদকে শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব অথবা সচিবদের সমন্বয়ে কমিটি গঠিত হবে। কমিটি এ বিষয়ে কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে।

Advertisement

গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নবিষয়ক ২য় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, কমিশনের সুপারিশে বলা হয়েছিল উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত না রেখে তাকে শুধু সংরক্ষিত বিষয় ও বিধিবদ্ধ বিষয়াদি যেমন আইনশৃঙ্খলা, ভূমি উপস্থাপনা, পরীক্ষা নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি দেখাশোনার ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়। এর উদ্দেশ্য তাকে রাজনৈতিক প্রভার বাইরে রাখা। একজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার অফিসারদের উপজেলা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে বলে সুপারিশে উল্লেখ করা হয়।

এমইউ/এসএনআর/জেআইএম

Advertisement