আন্তর্জাতিক

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

ইসরায়েল ও হামাসের আলোচকরা গত ৬ জুলাই থেকে দোহায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন। সেখানে মার্কিন-সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। এর আওতায় গাজা থেকে বন্দিদের পর্যায়ক্রমে মুক্তি, গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সংঘাতের অবসান নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ রোববার বলেন, কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে তিনি ‘আশাবাদী’। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরীয় মধ্যস্থতাকারীরা একটি চুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।

গাজায় ইসরায়েল আগ্রাসন চলছেই। সেখানে দখলদারদের হামলায় নতুন করে আরও কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে দুজন ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে যে, অবরুদ্ধ এ উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বেড়েই যাচ্ছে।

Advertisement

মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে বলে বেশ কিছু চিকিৎসা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে।

দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফার উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে দুই নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে।

জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ দিকে যখন জিএইচএফ কাজ শুরু করে তখন থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

টিটিএন

Advertisement