বাংলা সাহিত্য, চলচ্চিত্র ও টেলিভিশনের তিন প্রিয় মুখ হুমায়ূন আহমেদ, সারাহ বেগম কবরী ও আফজাল হোসেন। তাদের স্মরণে ও সম্মানে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই।
Advertisement
১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে তার লেখা নাটক এবং স্মৃতিচারণ।
বেলা ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অন্য কোনোখানে’। এটি পরিচালনা করেছেন আবুল হায়াত।
সন্ধ্যা ৬টায় থাকবে স্মরণ অনুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’। এতে অংশ নিয়েছেন কবি হাসান হাফিজ, সাহিত্যিক মাজহারুল ইসলাম, অভিনেতা ফারুক আহমেদ ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনন্যা রুমা।
Advertisement
একই দিন জন্মেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী। তাকে ঘিরে তিনদিনের বিশেষ চলচ্চিত্র উৎসব করছে চ্যানেল আই। ১৯ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে তার অভিনীত সিনেমা ‘মাসুদ রানা’। ২০ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে তার আরেক জনপ্রিয় সিনেমা ‘বধূ বিদায়’।
২০ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিটে থাকছে কবরীর জীবনের শেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘সাময়িকী’। এটি উপস্থাপনা করবেন আবদুর রহমান।
২১ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে কবরীর আরেক ক্লাসিক ছবি ‘কত যে মিনতি’। পরিচালনায় ইবনে মিজান অথবা সুভাষ দত্তের ‘বিনিময়’।
পাশাপাশি ১৯ জুলাই অভিনেতা, নির্মাতা ও শিল্পী আফজাল হোসেনেরও জন্মদিন। এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে তার অংশগ্রহণে তারকা কথনের বিশেষ পর্ব। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেন আফজাল হোসেন নিজেই।
Advertisement
এলআইএ/এএসএম