দেশজুড়ে

গোপালগঞ্জ সার্কিট হাউজে এনসিপি নেতারা

গোপালগঞ্জ সার্কিট হাউজে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। অতর্কিত হামলার পর জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন।

Advertisement

এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

বিকেল পৌনে ৩টার দিকে শহরের পৌরপার্ক এলাকার অদূরে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর এনসিপি নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন।

Advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার বিভিন্ন সড়কে টিয়ারগ্যাসের ধোঁয়া ও আগুনের ধোঁয়ার দৃশ্য দেখা যায়। বিকেল পৌনে ৩টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলছে।

বিধান মজুমদার/এসএইচএস/এএইচ/এএসএম