সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৪৭ জন।
Advertisement
বুধবার (১৬ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৪৭ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬৬৫ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি ওয়ান শ্যুটারগান পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
Advertisement
কেআর/এমকেআর/এএসএম