দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শিখলে আর কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, যারা বাংলাদেশে বিভেদ-বিদ্বেষ সৃষ্টি করছেন আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না। তাদের কাছে আবেদন করবো, আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা দেশের ১৮ কোটি মানুষকে ভালোবাসতে শিখুন। সেটি যদি হয় আমি মনে করি বাংলাদেশে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না।
Advertisement
বুধবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।
এসময় মঈন খান বলেন, যদি কেউ সত্যিকারভাবে দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী তাহলে আমি মনে করি, এই দেশে কোনো বিদ্বেষ-বিভেদ থাকবে না।
তিনি বলেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ, সব মানুষ একইভাবে চিন্তা করবে বিষয়টা এমন নয়। মানুষ ভিন্নভাবে চিন্তা করবে এবং সেটাই গণতন্ত্রের মূল কথা। আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শে বিশ্বাস করবেন। আমি বলতে এসেছি, আপনারা সবাই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করেন। যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। আপনাদের ভিন্ন মত থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে। আমরা আলোচনা করবো, ডিবেট করব। তাহলে ডিবেটের মাধ্যমে যে ফাইনাল সিদ্ধান্ত সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চূড়ান্ত হবে। যদি আমরা এই শর্তে বিশ্বাস করি, তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে না।
Advertisement
বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শের ভিত্তিতে, এমন মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। আজ ৫৪ বছর পর এসেও সেই কথা প্রমাণিত হয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল ৭ কোটি, বর্তমান বাংলাদেশের প্রায় ১৮ কোটি। সেই মানুষের অর্থনৈতিক ভেদাভেদ দূর করতে হবে। দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটি ছিল দ্বিতীয় কারণ, যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কাজে আমরা যদি আজ সেই দুই আদর্শে (গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য) ফিরে আসতে পারি তাহলে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকতে পারে না।
এমএইচএ/এমআইএইচএস/এমএস