আগামী দুই মাসের মধ্যে বেসরকারি সংস্থার মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্যসেবা বিভাগ।
Advertisement
গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নবিষয়ক দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংস্কার কমিশনের সুপারিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ একসঙ্গে নিয়ে কমিউনিটি ক্লিনিক পরিচালনা কৌশল গ্রহণ করার যৌক্তিক মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত সভায় আলোচিত হয়।
সভায় ঐকমত্য কমিশনের সুপারিশকে অগ্রাধিকার প্রদান করে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।
Advertisement
এমইউ/বিএ/এএসএম