পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের (জিপি) পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসার ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীর শেয়ারপ্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ পাবেন।
Advertisement
অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। তবে ছয় মাসের হিসেবে মুনাফা কমেছে।
গ্রামীণফোন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।
Advertisement
এদিকে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৮ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৩ পয়সা।
আর জানুয়ারি-জুলাই সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১১ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ২৯ পয়সা পয়সা। সে হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছে ৫ টাকা ৮ পয়সা।
ছয় মাসের হিসাবে মুনাফা কমার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও কমেছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সা, যা গত বছরের জুন শেষে ছিল ৫৩ টাকা ১৮ পয়সা।
এমএএস/বিএ/এএসএম
Advertisement