লাইফস্টাইল

বর্ষার বিকেলে বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

বর্ষার বিকেলে বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

এই বর্ষায় আলু খেতে একঘেয়েমি লাগছে? স্বাদের পরিবর্তন আনতে তৈরি করতে পারেন মজাদার কোরিয়ান গার্লিক চিলি পটেটো বাইটস। খুব কম সময়ে ও হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আলুর এই পদটি বানানো যায়। সকাল-বিকেলের যে কোনো সময়ের নাশতায় গার্লিক চিলি পটেটো বাইটস তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক গার্লিক চিলি পটেটো বাইটস তৈরির করার জন্য কী কী লাগবে এবং কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. আলু ২-৩ টি (মাঝারি সাইজ)২. কর্নফ্লাওয়ার ১ কাপ৩. রসুন কুচি ১ টেবিল চামচ৪. পেঁয়াজ কুচি ২ টি৫. বেকিং পাউডার ১/৪ চা চামচ৬. লবণ স্বাদমতো৭. টমেটো সস ২ টেবিল চামচ ৮. চিলি সস ২ টেবিল চামচ৯. পানি পরিমাণমতো (ডো তৈরির জন্য)

প্রস্তুতি প্রণালিআলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিন। মাখানো আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ এবং পরিমাণ মতো পানি মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট বাইটস বা আপনার পছন্দসই আকারে তৈরি নিন। এরপর একটি প্যানে তেল গরম করে বাইটসগুলো বাদামি ভেজে নিন।

Advertisement

অন্য একটি প্যানে অল্প তেলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর টমেটো সস, চিলি সস মিশিয়ে ঘন সস তৈরি করুন। ভাজা আলুর বাইটসগুলো তৈরি করা গার্লিক-চিলি সসের সঙ্গে মিশিয়ে ভালো করে সসে মাখিয়ে নিন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন ঢ্যাঁড়শের রেজালা বানাবেন যেভাবে ভুটানের জাতীয় খাবার এমা দাতশি ঘরে বানাবেন যেভাবে

এসএকেওয়াই/কেএসকে/এএসএম