দেশজুড়ে

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে সতর্ক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে সতর্ক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাজবাড়ীতে চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভার প্রস্তুতি। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে পথসভা উপলক্ষে জেলা শহরের রেলগেট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ।

Advertisement

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পথসভা স্থলসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি। এছাড়া শহরে টহল দেখা গেছে সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতা রাশেদুল ইসলাম জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে রাজবাড়ীতে জুলাই পদযাত্রার পথসভা অনুষ্ঠিত হবে। এতে জুলাইয়ের বীরযোদ্ধা ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এরইমধ্যে প্রোগ্রাম সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বলেন, আজকের প্রোগ্রামে আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যদিও গতকাল গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারপরও আমাদের যেহেতু মাসব্যাপী জুলাই পদযাত্রা, সেহেতু প্রোগ্রাম চলবে। আজ পূর্ব নির্ধারিত সূচি হিসেবে সকালে ফরিদপুর, বিকেলে রাজবাড়ী ও সন্ধ্যায় মানিকগঞ্জে পথসভা অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামের কারণে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে এবং জেলার যেসব রাজনৈতিক দল আছে, তারা সবাই আমাদের সহযোগিতা করছেন।

Advertisement

রুবেলুর রহমান/এফএ/এএসএম