দেশজুড়ে

ফরিদপুরে এনসিপির সভা: কর্মসূচিতে যা যা থাকছে

ফরিদপুরে এনসিপির সভা: কর্মসূচিতে যা যা থাকছে

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত কয়েকদিন ধরে আজকের কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। পথসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা জানান, নানা কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় সার্কিট হাউজে জমায়েত। এরপর পদযাত্রা। সার্কিট হাউজ থেকে শহরের জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ দুপুর ১টার দিকে এনসিপির ফরিদপুরের পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের কথা রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

Advertisement