স্বাস্থ্য

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ডা. মো. জাহিদ রায়হানকে আহ্বায়ক ও ডা. মো. সফিকুল ইসলামকে সদস্যসচিব করে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) বিগত কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ম সেলিম রেজা এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সভাপতি ও মহাসচিব ব্যক্তিগত অপারগতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং সদস্যসচিব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

Advertisement

নতুন কমিটির সভাপতি ও মহাসচিব দুজনই বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজীবন সদস্য। ড্যাবের সাবেক শীর্ষ নেতারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এমএইচএ/ইএ/এমএস