সালমান খানকে গত এক বছর ধরে লরেন্স বিষ্ণোইয়ের হত্যার হুমকি তাড়া করে ফিরছে। অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায়। শুধু তাই নয়, এক সময়ে সালমানের বাড়ির সামনেও তারা গুলিবর্ষণ করেছিল। এরপরে ‘গ্যালাক্সি’র জানালায় বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছে।
Advertisement
এমনকি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গুলি করে হত্যা করা হয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে। এসব চর্চার মধ্যেই শোনা যাচ্ছে, নিজের বান্দ্রা ওয়েস্টের একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন ৫.৩৫ কোটি রুপিতে।
সালমান নিজে থাকেন বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী ‘গ্যালাক্সি’ আবাসানের এক কামরার ফ্ল্যাটে। যদিও মুম্বাই শহরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে তার। এ ছাড়াও সালমানের পানভেলে একটি খামারবাড়ি রয়েছে।
আরও পড়ুন:
Advertisement
এবার ‘গ্যালাক্সি’ আবাসন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দেন সালমান খান। প্রায় ১৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটের বিক্রির রেজিস্ট্রেশন মূল্যই প্রায় ৩২ লাখ রুপি। বান্দ্রা ওয়েস্ট মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা। শাহরুখ খান, আলিয়া ভাট, কৃতি শ্যাননসহ প্রায় অধিকাংশ তারকাই ওই এলাকায় বসবাস করেন। কিন্তু কেন হঠাৎ নিজের এই ফ্ল্যাট বিক্রি করলেন অভিনেতা সে কারণ এখনো জানা যায়নি।
এমএমএফ/এমএস