দেশজুড়ে

হেফজখানা থেকে পালিয়ে এসে অপহরণের শিকার ৩ শিশু উদ্ধার

হেফজখানা থেকে পালিয়ে এসে অপহরণের শিকার ৩ শিশু উদ্ধার

হেফজখানা থেকে পালিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিল চট্টগ্রামের কর্ণফুলীর শাহমীরপুরের তিন শিক্ষার্থী। বাস টার্মিনাল থেকে সৈকতে যাওয়ার সময় অপহরণ চক্রের ফাঁদে পড়ে তারা। পরে মেডিকেল কলেজের পেছনে পাহাড়ে নিয়ে তাদের পরিবারের কাছে ১০ লাখ করে মুক্তিপণ দাবি করা হয়।

Advertisement

এ ঘটনায় নিখোঁজ ডায়েরির (জিডি) পর প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাতে একটি পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় তিন শিক্ষার্থীকে উদ্ধার করে র‌্যাব। এসময় অপহরণ দলের এক সদস্যকেও গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার কর্ণফুলীর শাহমীরপুর তাজবিদুল উলুম কোরআন মাদরাসা থেকে পালিয়ে রাত ৮টায় কক্সবাজার পৌঁছে তারা।

গ্রেফতার মো. রিয়াদ (১৯) কক্সবাজার সদরের দক্ষিণ জানারঘোনা গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।

Advertisement

র‌্যাব জানায়, ১৫ জুলাই সকালে তিন ছাত্র কাউকে না জানিয়ে বের হয়। পরে তারা পালিয়ে বাসে করে কক্সবাজারে ঘুরতে যায়। কলাতলী এলাকায় গিয়ে এক অটোরিকশা চালকের মাধ্যমে প্রতারকচক্রের খপ্পরে পড়ে তারা। পরে তাদের একটি নির্জন স্থানে আটকে পরিবারের কাছে ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে এ অঙ্ক কমিয়ে ৫০ হাজার টাকায় নামিয়ে আনে তারা।

ঘটনার পর পরিবারের সদস্যরা মাদরাসা কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

জিডির তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারি ছাত্ররা কক্সবাজারে রয়েছে। অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করলে একটি বিকাশ নম্বর চেয়ে কৌশলে অবস্থান শনাক্ত করি। বিষয়টি দ্রুত র‌্যাবকে জানানো হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বলেন, তিন ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চক্রের একজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম