সুনামগঞ্জের মধ্যনগরে নৌকাডুবে শামসুর নাহার (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শালদীঘা হাওরে এ ঘটনা ঘটে। শামসুর নাহার নেত্রকোনার কামলাকান্দার বাসিন্দা।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলা ধর্মপাশা উপজেলার নৌকাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে মধ্যনগর উপজেলার দিকে যাচ্ছিল নৌকাটি। পথে পিঁপড়াকান্দা ব্রিজের কাছে শালদীঘা হাওরে এসে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ হন শামসুর নাহার। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘শালদীঘা হাওরে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। তবে সবাই সাঁতরে পাড়ে উঠলেও এক নারীর পানিতে ডুবে মৃত্যু হয়।’
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম
Advertisement