আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মোদীর জনসভা, প্রস্তুতি তুঙ্গে

পশ্চিমবঙ্গে মোদীর জনসভা, প্রস্তুতি তুঙ্গে

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের আর কয়েক মাস বাকি। আর এই নির্বাচন সামনে রেখে শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জনসভা করতে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

শুক্রবার দুপুর ২টার দিকে পশ্চিম বর্ধমানের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামবেন মোদী। সেখান থেকে সড়কপথে পৌঁছাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। প্রায় তিন কিলোমিটার ধরে রাস্তার দুপাশে বিজেপির কর্মী-সমর্থকদের জমায়েত থাকবে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে পুষ্প বৃষ্টি হবে। জনসভার আগে সভাস্থলে পৌঁছানোর পথেই এক দফা জনসভা সেরে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেখান থেকে তিনি প্রশাসনিক সভা মঞ্চে পৌঁছবেন। সেখানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তার পরেই রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সভা ঘিরে গোটা দুর্গাপুরকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। সেই সঙ্গে সব রাস্তা-ঘাটে মোদীর কাটআউট দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে।

Advertisement

তবে শুধুই রাজনৈতিক কচকচানি নয়, পশ্চিমবঙ্গের জন্য ঝুলিভরে উপকরণও নিয়ে আসছেন নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকে ৫ হাজার কোটি রুপির প্রকল্প উদ্বোধন করতে চলেছেন তিনি।

দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা দ্ধীপ প্রসাদ বলেন, প্রধানমন্ত্রীকে একবার নিজের চোখে দেখবার জন্য সভায় এসেছি। যদি দেখতে পাই তাহলে নিজেকে ধন্য মনে করবো।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সভা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, এই কর্মসূচির নেপথ্যে দুটি কারণ। প্রথমত, বিজেপি ভয় পাচ্ছে যে, প্রধানমন্ত্রীর সভায় লোক হবে না। তাই সভার আগে সকালেই বাড়ি বাড়ি গিয়ে লোক ডাকতে হবে। দ্বিতীয়ত, সুকান্ত মজুমদারের ভেসে থাকার চেষ্টা। শমীক ভট্টাচার্য সভাপতি হয়ে গেছেন। এখন তাকে ঘিরে সব খবর যাচ্ছে। তাই সুকান্ত এই কর্মসূচি করছেন।

ডিডি/এসএএইচ

Advertisement