জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দলটির যুব উইং জাতীয় যুবশক্তির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
Advertisement
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর তুরাগ থানার অন্তর্গত খায়েরটেক এলাকায় অবস্থিত কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। রাত ৮টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিয়েছেন। আলট্রাসনোগ্রাম ইসিজিসহ অন্তত ১৫ ধরনের পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ।
দলটি জানায়, ফ্রি মেডিকেল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ডিমার্স কনসালটেন্সি অ্যান্ড রিসার্চ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।
Advertisement
এনএস/এমএএইচ/জিকেএস