দেশজুড়ে

নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল

নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক পূর্ণ হয়ে উঠে।

Advertisement

শুক্রবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৫টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে দলটি।

পদযাত্রার অংশ হিসেবে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় আসেন নেতারা।

এনসিপির জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, নিতাইগঞ্জে মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়। যা এসে থামবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে। বিজয়স্তম্ভের সামনে বিকেলে পথ সমাবেশ হবে।

Advertisement

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতারা অংশ নেন।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জিকেএস