দেশজুড়ে

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

Advertisement

তার পরিবার সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আব্দুল মান্নান তালুকদার বর্তমানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বপালন করছিলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলে তিনি।

তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিএনপির হয়ে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সপ্তম ও ২০০১ সালের অষ্টম (পরপর চার বার) জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি। তার মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

এম এ মালেক/এমএন/জিকেএস