ক্যাম্পাস

জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে শিবিরের দোয়া মাহফিল

জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে শিবিরের দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শেকৃবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের উদ্যোগ জুলাই আন্দোলনে আহত ও নিহতদের উদ্দেশে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শেকৃবি ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও মুসল্লিরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আবুল হাসান বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল খুনের শাসনামল। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা হত্যাকাণ্ড, হত্যার মাধ্যমে দমনই ছিল যার নীতি। তার এ অপশাসন টিকে রাখার জন্য সর্বশেষ ২০২৪ সালের ছাত্রজনতার ন্যায্য আন্দোলনে গুলি চালিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় ২ হাজার মানুষকে হত্যা করে। তাদের প্রাণের বিনিময়ে আজ আমরা সবাই বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। তাদের প্রাণের বিনিময় আমাদের চলার পথ মসৃণ করে দিয়েছে। এ শহীদরা আমাদের জন্য প্রেরণা। আমরা দলীয়ভাবে, নীতিগতভাবে আলাদা হতে পারি। শহীদদের ধারণ করার ক্ষেত্রে সবাইকে এক হতে হবে। ইসলামি ছাত্রশিবির সব শহীদদের ধারণ করে।

Advertisement

সাইদ আহম্মদ/এমএএইচ/জিকেএস