আন্তর্জাতিক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে অভিযান

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে অভিযান

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়ি ও রাজনৈতিক সদর দপ্তরে অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশে এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

Advertisement

বলসোনারো বর্তমানে সুপ্রিম কোর্টে একটি মামলার মুখোমুখি, যেখানে অভিযোগ করা হয়েছে তিনি ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণ করতে বাধা দিতে ষড়যন্ত্র করেছিলেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী বলসোনারোকে মনিটরিং ডিভাইস ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করতে হবে এবং তার ছেলে এদুয়ার্দো বলসোনারোর সঙ্গে যোগাযোগও নিষিদ্ধ করা হয়েছে। এদুয়ার্দো বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন এবং সেখানেই তিনি তার বাবার পক্ষে লবিং করছেন।

এই অভিযান এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলকে হুঁশিয়ারি দিয়েছেন যে বলসোনারোকে আইনি ছাড় না দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

Advertisement

জাইর বলসোনারোর বিরুদ্ধে আদালতের নেওয়া সর্বশেষ পদক্ষেপে অবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলছেন, আদালতের যেসব গুরুতর প্রতিরোধমূলক ব্যবস্থা বলসোনারোর বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত অপ্রত্যাশিত ও অযৌক্তিক। আইনজীবীরা আরও জানান, বলসোনারো এখন পর্যন্ত আদালতের সব আদেশের প্রতি সম্মান দেখিয়ে সেগুলো মেনে চলেছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ এক পোস্টে বলসোনারোর পক্ষে জোরালো সুরে কথা বলেন।

তিনি লিখেন, ব্রাজিলের কর্তৃপক্ষ বলসোনারোর পেছনে লেগে আছে দিনরাত, মাসের পর মাস, বছরের পর বছর! তারা কিছুই করেনি, শুধু তার ওপর চড়াও হয়েছে।

ট্রাম্প আরও লিখেন, তিনি কোনো অপরাধে অপরাধী নন, বরং জনগণের জন্য লড়াই করার অপরাধেই তাকে দোষী করা হচ্ছে।

Advertisement

সূত্র: আল-জাজিরা

এমএসএম