জাতীয়

বৃক্ষের টানে মেলায়, ছাদবাগানের গাছে আগ্রহ বেশি ক্রেতাদের

বৃক্ষের টানে মেলায়, ছাদবাগানের গাছে আগ্রহ বেশি ক্রেতাদের

রাজধানীর আগারগাঁওয়ে চলছে জাতীয় বৃক্ষমেলা। বৃক্ষমেলায় ছুটির দিনে দর্শনার্থীর ভিড় থাকলেও বিক্রেতারা বলছেন, ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।

Advertisement

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, এদিন মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকে মেলায় এসেছেন, ঘুরছেন, ছবি তুলছেন। অনেকে কিনছেন ইনডোর প্লান্ট, কেউবা কিনছেন লেবু, আমসহ ছাদ কৃষির জন্য অন্যান্য গাছ। যদিও বিক্রেতাদের দাবি, গাছ বিক্রি আশানুরূপ হচ্ছে না।

আরও পড়ুন বর্ষাকালই উপযুক্ত সময় বৃক্ষরোপণের  শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে গাছের চারার চাহিদা চেয়েছে মাউশি 

বৃক্ষমেলায় কথা হয় হোসেন নার্সারির সাদনাম হোসেনের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, আজ ছুটির দিনে লোকজন অনেক বেশি, তবে ক্রেতা কম। বেচাবিক্রি অন্যান্য ছুটির দিনের তুলনায় বেশ কম।

ইব্রাহিম নার্সারির মো. ইব্রাহিম হোসেন জাগো নিউজকে বলেন, যত লোকজন দেখছেন তার তুলনায় ক্রেতা অনেক কম। এইবারের মেলা পুরোটাই এমন যাচ্ছে।

Advertisement

সাইদ আহম্মদ/কেএসআর/জিকেএস