রাজনীতি

টকশোতে প্রবাসীদের নিয়ে মন্তব্য, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিবাদ

টকশোতে প্রবাসীদের নিয়ে মন্তব্য, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিবাদ

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার ও জুলাই অভ্যুত্থানে তাদের অবদান নিয়ে অবমাননাকর এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন উল্লেখ করে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Advertisement

শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির সভাপতি রিফাত রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি নেত্রী বলেছেন, প্রবাসীদের দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলেছে! একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সঙ্গে আমাদের দাবি, দায়িত্বজ্ঞানহীন এমন মন্তব্যের জন্য এই বিএনপি নেত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনে রাখতে হবে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশতাধিক প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষ প্রবাসীরা গত বছর ৫ আগস্টের আগে মাসব্যাপী রেমিট্যান্স পাঠানো বন্ধ করে পতিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারের টনক নাড়িয়ে দিয়েছিলেন। সুতরাং জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদানকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্যপ্রণোদিত ইতিহাস বিকৃতিরই প্রচেষ্টা, যা অত্যন্ত নিন্দনীয়।

Advertisement

এতে বলা হয়, ভোটাধিকার একটি নাগরিকের মৌলিক অধিকার; যার মাধ্যমে রাষ্ট্র একজন নাগরিকের মর্যাদা ও সম্মান নিশ্চিত করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, সাংবিধানিকভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হলেও বিগত ৫৪ বছর ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। তবে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছে। রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের মূল ধারায় সম্পৃক্ত করার সময় এখনই; আর তা সম্ভব কেবল তাদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায়।

এনএস/এমআইএইচএস

Advertisement