জাতীয়

ঢাকায় কীটনাশক পানে যুবকের মৃত্যু

ঢাকায় কীটনাশক পানে যুবকের মৃত্যু

রাজধানী খিলক্ষেত থানাধীন মোহাম্মাদিয়া গার্মেন্টসের পাশের একটি বাসায় ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Advertisement

তাকে নিয়ে আসা আসিফ জানান, ফরহাদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। দালালদের কারণে তার ফ্লাইট মিস হয়। এতে যেতে না পারায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কীটনাশক পান করেন তিনি। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

Advertisement