দেশজুড়ে

সাবেক কাউন্সিলর আমিনুল ৫ দিনের রিমান্ডে

সাবেক কাউন্সিলর আমিনুল ৫ দিনের রিমান্ডে

আত্মগোপনে থাকা বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

Advertisement

রোববার (২০ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) রাজধানী থেকে গ্রেফতারের পর আমিনুল ইসলামকে বগুড়ায় আনা হয়। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল বাছেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যাসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি, সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

এসআর/জেআইএম