লাইফস্টাইল

ক্ষীর মালাই আইসক্রিম বানাবেন যেভাবে

ক্ষীর মালাই আইসক্রিম বানাবেন যেভাবে

বিশ্বব্যাপী সবচেয়ে লোভনীয় খাবারগুলোর মধ্যে আইসক্রিম অন্যতম। এটি এমন একটি খাবার, যা বুড়ো থেকে শিশু সবাই পছন্দ করে। তাই প্রতিবছর জুলাইয়ের তৃতীয় রোববার জাতীয় আইসক্রিম দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। সেই হিসেবে এ বছরের ২০ জুলাই আইসক্রিম দিবস।

Advertisement

আজ যেহেতু আইসক্রিম দিবস, এই উপলক্ষ্যে আপনি পছন্দের কোনো আইসক্রিম খেয়ে দিবসটি উদযাপন করতেই পারেন। কিংবা বাসায় বসে ক্ষীর মালাই আইসক্রিম বানিয়ে পরিবারের সবার সঙ্গে দিবসটি ভাগ করে নিতে পারেন।

জেনে নেওয়া যাক কীভাবে ক্ষীর মালাই আইসক্রিম তৈরি করবেন-

উপকরণ ১. দুধ ১ লিটার২. চিনি আধা কাপ ৩. এলাচ গুঁড়া আধা চা চামচ৪. পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ৫. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ৬. হেভি ক্রিম ১ কাপ

প্রস্তুত প্রণালিপ্রথমে একটি পাত্রে দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ঘন হলে চিনি এবং এলাচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

Advertisement

এবার একটি বাটিতে অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিন। ফুটন্ত দুধে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে ক্ষীরের মতো হলে, নামিয়ে ঠান্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে ক্রিম নিয়ে বিট করে নিন, যতক্ষণ না এটি হালকা ফোমের মতো হয়। এরপর ঠান্ডা হওয়া ক্ষীর ক্রিমের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আইসক্রিমের মোল্ডে ঢেলে ফ্রিজারে সেট করতে দিন।

দুই ঘণ্টা পরপর (দুই-তিনবার) একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন, যাতে বরফ না জমে । ৭–৮ ঘণ্টা পর আইসক্রিম পুরো জমে গেলে ফ্রিজ থেকে বের করে পেস্তা বাদাম কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন ঝটপট তৈরি করুন পানতোয়া মিয়ানমারের মোহিঙ্গা বানাবেন যেভাবে

এসএকেওয়াই/এএমপি/জিকেএস

Advertisement