খেলাধুলা

আরও তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজক ইংল্যান্ড

আরও তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজক ইংল্যান্ড

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ২ বছর ধরে। প্রতিটি সাইকেলের আয়তন ২ বছর। এই দুই বছরে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল দুই বছর পর খেলে ফাইনালে। বিজয়ী দল হয় টেস্টে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। সর্বশেষ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

এ নিয়ে মোট তিনটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপ অনুষ্ঠিত হয়ে গেছে। মজার বিষয় হলো, এই তিনটি আসরেরই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। ২০২১ সালে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ভারত। অনুষ্ঠিত হয়েছে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। পরের দুই আসরের ফাইনালও (২০২৩ এবং ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। এই দুটি ফাইনাল অবশ্য অনুষ্ঠিত হয়েছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

এই তিন আসরের আয়োজন আইসিসির কাছে অসম্ভব ভালো লেগেছে। এ কারণে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির কার্য নির্বাহী কমিটির সভায় নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের তিন আসরের ফাইনালের আয়োজকও হবে ইংল্যান্ড।

কিছুদিন আগে একবার সংবাদ বের হয়েছিল, ভারতও চায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের আয়োজক হতে; কিন্তু ভারতের সে আশা আর পূরণ হচ্ছে না। ২০২৭, ২০২৯ ও ২০৩১ - এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের যে কোনো ভেন্যুতে। যদিও আয়োজক দেশের সঙ্গে ভেন্যু নির্ধারণ করা হয়নি। ইংল্যান্ডই ভেন্যু নির্ধারণ করবে।

Advertisement

আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, `সর্বশেষ ফাইনাল আয়োজনের সফল ট্র্যাক রেকর্ডের পর, বোর্ড ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সংস্করণের জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজকের মর্যাদা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রদানের বিষয়টিও নিশ্চিত করেছে। ‘

আইএইচএস/