জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের ৪২১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
Advertisement
রোববার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া স্মারকলিপিতে নিষিদ্ধ ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর দ্বারা সংঘটিত অপরাধের বিচার ও শহীদ সাজিদ ভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন একতরফা বিচার প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিগত ফ্যাসিবাদের শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানাবিধ অপকর্মে লিপ্ত ৪২১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগে জুলাই-আগস্ট আন্দোলনে যারা এক দফা আন্দোলনে অংশ নিয়েছে এবং কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেনি, তাদেরকে দায় মুক্তির ব্যাপারে দাবি জানানো হয় এবং ১ মাসের আলটিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে শহীদ সাজিদ ভবনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন একতরফা বিচার প্রত্যাহার করতে পুনঃতদন্তের কথা জানানো হয়।
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা ছাত্রলীগের প্রশ্নে বিন্দুমাত্র আপস করবো না। সেক্ষেত্রে অবশ্যই আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার দেখতে চাই।’
Advertisement
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা শুধু তাদের বিচার দাবি করি যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে। তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা এটিও চাই যে কোনো নিরপরাধ কেউ যেন এ তালিকায় না আসে। সেকারণে আমরা জুলাই-আগস্টের এক দফা আন্দোলনে সক্রিয়দের ব্যাপারে সর্বোচ্চ বিবেচনা করে তাদের দায়মুক্তির দাবি জানিয়েছি।’
স্মারকলিপি দেওয়ার সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিএইচকিউ/এমএএইচ/
Advertisement