জাতীয়

শাহ আমানতে ১৩ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ

শাহ আমানতে ১৩ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৩ লাখ ৪ হাজার টাকার সিগারেট ও নিষিদ্ধ আমদানি বিউটি ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

Advertisement

দুই যাত্রী হলেন- ফেনী সদরের মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রাম রাউজানের মোশাররফ হোসেন।

রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় দুবাইফেরত ফ্লাইট বিএস-৩৪৪ এর দুই যাত্রীর কাছে এ পণ্য পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সাড়ে ৯টার সময় দুইজনকে তল্লাশি করে এনএসআইয়ের চট্টগ্রাম বিমানবন্দর টিম। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১৬৫ কার্টুন মন্ড সিগারেট ও ৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২০৭৬ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয়েছে।

Advertisement

উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, হয়রানি, সোনা ও অবৈধ দ্রব্যাদি চোরাচালান এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগের যে কোনো সময়ের তুলনায় অধিকতর সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এমএএইচ/

Advertisement