খেলাধুলা

পাওয়ার প্লেতে উড়ন্ত পাকিস্তান

পাওয়ার প্লেতে উড়ন্ত পাকিস্তান

সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ পূরণ করার মিশন। তবে সে মিশনে শুরুটা ভালো হয়নি টাইগারদের।

Advertisement

পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তান। ৬ ওভারে তারা তুলেছে বিনা উইকেটে ৫৮ রান। শাহিবজাদা ফারজান ২৪ বলে ৩৭ আর সাইম আইয়ুব ১১ বলে ১৪ রানে অপরাজিত আছেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু এবার আর আগের দুই ম্যাচের মতো ভালো শুরু করতে পারেননি বোলাররা।

পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব দারুণ সূচনা করেন। বিশেষ করে ঝড় তুলেন ফখর জামানের বদলে ওপেনে নামা ফারহান।

Advertisement

এমএমআর/জেআইএম