ক্যাম্পাস

দেশে ফেরার পথে বিমানবন্দরে মারা গেছেন ঢাবি শিক্ষক জাহাঙ্গীর আলম

দেশে ফেরার পথে বিমানবন্দরে মারা গেছেন ঢাবি শিক্ষক জাহাঙ্গীর আলম

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

Advertisement

গত বুধবার (২৩ জুলাই) তিনি মারা যান বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই মৃত্যুবরণ করেছেন।

বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সায়েম জানিয়েছেন, দেশে ফেরার পথে স্থানীয় সময় বুধবার দুপুরে চীনের কুনমিং বিমানবন্দরে ইমিগ্রেশনে ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরি চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে চীনের ইয়ান আন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

Advertisement

অধ্যাপক জাহাঙ্গীর আলম দ্য দেসুন একাডেমি অব সায়েন্সেস (ডিএওএস)-এর আমন্ত্রণে সপ্তম বার্ষিক সম্মেলনে অংশ নিতে গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন।

অধ্যাপক জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারালো। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এফএআর/এমকেআর

Advertisement