দেশজুড়ে

মেঘনায় ট্রলারডুবি ৬ জেলে উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি ৬ জেলে উদ্ধার

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্ব ঢালচর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

মো. ইব্রাহীম হোসেন নামে এক জেলে জানান, ‘পূর্ব ঢালচরের ট্রলার মালিক জাফর মাঝির নেতৃত্বে তার ৬ জেলে মাছ শিকারে বের হন। পরে দুপুরে উত্তাল মেঘনা নদীতে জাল টানার সময় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা সব জেলেরা নদীতে পরে ভাসতে থাকেন। পরে কিছুটা দূরে থাকা পূর্ব ঢালচরের আইয়ুব মাঝির একটি ট্রলার তাদের জীবিত উদ্ধার করে।

চর কুকরি-মুকরি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুকল্যাণ বিশ্বাস জানান, ‘ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।’

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

Advertisement