দেশজুড়ে

খুলনায় মাদক মামলার আসামিকে সন্ত্রাসীদের গুলি

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর সদর থানাধীন ২ নম্বর কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহেলের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক আইনে ৪টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবক ২ নম্বর কাস্টমঘাট এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহেল বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে অবস্থান করছিল। এসময় ৪-৫টি মোটরসাইকেলে মুখ বাঁধা ও হেলমেট পড়া কয়েকজন সন্ত্রাসী সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। এসময় সোহেল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আহত সোহেলের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক আইনে ৪টি মামলা রয়েছে।

আরিফুর রহমান/এমএন/জিকেএস