দেশজুড়ে

সিলেটে শিশু মৃত্যুর বিষয়টি ‘গুজব’, সাংবাদিক গুলিবিদ্ধ

সিলেটে শিশু মৃত্যুর বিষয়টি ‘গুজব’, সাংবাদিক গুলিবিদ্ধ

সিলেটে ছাত্র-জনতার মিছিল ঠেকাতে আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়েছে পুলিশ। এতে আন্দোলনরত শিক্ষার্থী, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement

দফায় দফায় সংঘর্ষ চলাকালে শফিক আলী নামের ১২ বছরের এক শিশু স্প্লিন্টারবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিক তাকে সিলেটের আখালিয়ায় মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত শিশু শফিক আলীর বাড়ি আখালিয়া বড়গুল এলাকায়। শিশুটি মারা গেছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।

এর আগে বিকেল ৪টার দিকে নগরীর আখালিয়া এলাকায় মাউন্ড এডোরা হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিল কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আটজনকে আটক করে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মিঠু দাস জয়।

Advertisement

মাউন্ড এডোরা হাসপাতালের উপ-পরিচালক ডা. তানভির বলেন, শিশুটি মারা যাওয়ার খবরটি গুজব। বর্তমানে সে সুস্থ আছে। তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছে সে। তার গুলি লাগেনি। তার শরীরে কয়েকটি স্প্লিন্টার লেগেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে সংঘর্ষের ঘটনায় কেউ মারা যাননি।

আহমেদ জামিল/এসআর/এমএস

Advertisement