Jago News logo
Banglalink
ঢাকা, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ | ১২ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ
ASUS-Jago-bd-gif

মায়ের সঙ্গে সকালের নাস্তা মোদির


আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
মায়ের সঙ্গে সকালের নাস্তা মোদির

দেশের প্রধানমন্ত্রী তিনি। সারাটা দিনই তার এই কাজ তো সেই কর্মসূচি, বৈঠক। কাজের যেন শেষ নেই। বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ নেই।

এর মধ্যেই সময় বের করে মায়ের সঙ্গে সকালের নাস্তা সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে নিজেই সেই কথা জানালেন তিনি। এক টুইট বার্তায় মোদি জানালেন, ‘যোগ ব্যায়াম না করে মায়ের সঙ্গে দেখা করে এলাম। সকাল হওয়ার আগেই একসঙ্গে নাস্তাও সারলাম। একসঙ্গে অনেকটা সময় কাটিয়ে বেশ ভাল লাগছে।’

অষ্টম ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সম্মেলন উদ্বোধন করতে সোমবার গুজরাট পৌঁছেছিলেন তিনি। রাতটুকু কাটিয়ে সকালেই মায়ের সঙ্গে দেখা করতে ছুটে যান। এখন পর্যন্ত মাত্র একবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পা রেখেছেন হীরাবেন মোদি।

গুজরাট সফরে গেলে সময় বের করে ছেলেই মায়ের সঙ্গে দেখা করেন। এর আগে গত বছর ১৭ সেপ্টেম্বর নিজের ৬৬তম জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করতে গান্ধীনগর গিয়েছিলেন মোদি।  মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে গান্ধীনগরে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সম্মেলন এর উদ্বোধন করবেন তিনি। সেখানে হাজির থাকবেন দেশ বিদেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও।

টিটিএন/পিআর

আপনার মন্তব্য লিখুন...