মেসির দেশে এভাবেও মাদক পাচার হয়!

মাদক পাচারাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্য নতুন পন্থা বের করে। এসবের অংশ হিসেবে বিশেষ অঙ্গে, পাকস্থলীতে আবার কখনও ফলমূল বা পরিবহনের বিশেষ জায়গায় মাদক পাচারের কৌশল সম্পর্কে জানা গেছে।
এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল। প্রেগন্যান্সি সেজে মাদক পাচারের চেষ্টা! এমন ঘটনা ঘটেছে মেসির দেশ আর্জেন্টিনায়।
দেশটির সুরক্ষা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এই ঘটনার ছবি দিয়ে পুরো বিষয়টি নিয়ে টুইট করেছেন ৷ নিজের মিথ্যা ‘বেবি বাম্পে’ বেশ কয়েক প্যাকেট মারিজুয়ানা নিয়ে যাচ্ছিলেন৷ আর্জেন্টিনার সান্তাক্রুজের ম্যান্ডোনায় এই ঘটনা ঘটেছে ৷
পুলিশ কর্মকর্তারা যে কোচে তল্লাশি চালাচ্ছিলেন সেখানেই এই ভদ্রমহিলা ছিলেন৷ ভদ্রমহিলার সঙ্গে একজন বয়স্ক পুরুষও ছিলেন ৷ তার কাছে একটি ছোট মারিজোয়ানার প্যাকেট পাওয়া যায় ৷ এরপরেই ওই মহিলাকে চেপে ধরে পুলিশ৷ পুলিশ তল্লাশি করতে গিয়ে জানতে পারে, ওই ভদ্রমহিলা আ-দৌ প্রেগন্যান্ট নন। বরং তার নকল বেবি বাম্প তৈরি পুরোটাই সন্দেহজনক জিনিস দিয়েই৷ তারা স্বামী-স্ত্রী ছিলেন বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে।
¡NARCO EMBARAZO! Fabric una panza con engrudo, escondi 15 paquetes de marihuana y simulando un embarazo, intent trasladarla de #Mendoza a #SantaCruz. En un control de @gendarmeria detuvimos a la falsa embarazada y a su cmplice. ¡As se las ingeni para traficar la droga! pic.twitter.com/6Lw2bAaOch
— Patricia Bullrich (@PatoBullrich) November 13, 2019
এসআর/এমকেএইচ