হংকংয়ে চীনফেরত সবাইকে ১৪ দিন আলাদা থাকার নির্দেশ
চীনের মূল ভূখণ্ড থেকে হংকংয়ে ফিরে আসা সবাইকে দু'সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ শুরু করা হয়েছে।
চীন থেকে হংকংয়ে আসার পর লোকজনকে হোটেল রুম বা সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কেন্দ্রে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে হংকংয়ের বাসিন্দাদের দেশে ফেরার পর অবশ্যই নিজেদের বাড়িতেই অব্স্থান করতে বলা হয়েছে।
কেউ এই নতুন আইন অমান্য করলে তাকে অবশ্যই জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে। এখন পর্যন্ত হংকংয়ে ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেখানে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে ফিলিপাইনেও একজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে, চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৫৪৬ জন এবং ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭২২ জন। চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
জাপানের একটি প্রমোদতরীতে নতুন করে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট ৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হলো। ওই প্রমোদতরীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কিছু ভালো খবর দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, গত দু'দিনে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে।
টিটিএন/এমএস