হাসপাতালে মাস্ক নেই, হংকং পুলিশের বিরুদ্ধে মজুতের অভিযোগ
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পরপরই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে মাস্ক কেনার হিড়িক পড়ে যায়। ইতোমধ্যেই স্বল্পতা দেখা দিয়েছে সেখানকার হাসপাতালগুলোতে। কিছুদিনের মধ্যেই সেখানে ব্যবহারের মতো আর মাস্ক থাকবে না বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে এমন পরিস্থিতিতে হংকং পুলিশ নিজেদের জন্য লাখ লাখ মাস্ক মজুত করেছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার বিরোধী দলীয় সংসদ সদস্য ক্যোক কা-কি ফেসবুকে অভিযোগ করেন, হংকংয়ের পুলিশ বাহিনী এ পর্যন্ত অন্তত ৬ লাখ ৪০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৩ হাজার এন৯৫ মাস্ক মজুত করেছে। তারা শিগগিরই আরও ৬৪ হাজার মাস্ক সংগ্রহ করতে চলেছে, যেন এগুলো দিয়ে অন্তত দুই মাস নিজেদের মুখ ঢেকে রাখা যায়।
সরকারি হাসপাতালগুলোতে মাস্ক স্বল্পতার মুহূর্তে পুলিশের এ ধরনের সংকট তৈরির অধিকার নেই বলে অভিযোগ করেন ক্যোক। তাদের ‘কালো পুলিশ’ (দুর্নীতিগ্রস্ত) ও ‘কাপুরুষ’ বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হংকং পুলিশ। রোববার ফেসবুকে এক ভিডিওতে পুলিশ সুপারিনটেন্ডেন্ট লউ সিউ-পং দাবি করেন, তাদের কাছে যে মাস্ক আছে, তা দিয়ে বড়জোর সপ্তাহখানেক চলা যাবে।
পুলিশ কর্মকর্তাদের মাস্কের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, আমাদের অফিসারদের কোয়ারেন্টাইন সেন্টার পাহারা দিতে হয় এবং কোয়ারেন্টাইন আদেশ পালনে বিভিন্ন চেকপয়েন্টে থাকতে হয়। এছাড়া বাড়িতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদেরও সাহায্য করতে হয়।
‘কাপুরুষ’ মন্তব্যের জবাবে তিনি বলেন, আসল কাপুরুষ তারাই, যারা কম্পিউটার স্ক্রিনের পেছনে লুকিয়ে থেকে উসকানিমূলক অভিযোগ করে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথমবার ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। রোববার চীনে মারা গেছেন আরও ১০৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫ জন।
হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৬ ফেব্রুয়ারি) হুবেই প্রদেশে আরও ১০০ জন করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া পার্শ্ববর্তী হেনান প্রদেশে তিনজন এবং গুয়াংডং প্রদেশে দু’জন এই রোগে মারা গেছেন।
চীনে নতুন করে ২ হাজার ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটির মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জন। আর বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৩২৬ জন।
চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন। হংকংয়ে এখন পর্যন্ত ৫৭ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে, আর মারা গেছেন একজন। এপর্যন্ত ১০ হাজার ৮৪৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/জেআইএম