ভারতে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস, জরুরি বৈঠকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৭ মার্চ ২০২০

ভারতে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার শনাক্ত হওয়া তিন রোগীর মধ্যে দু’জন লাদাখের বাসিন্দা। তারা কিছুদিন আগে ইরান সফর করেছেন। আরেকজন তামিলনাড়ুর বাসিন্দা, তিনি কিছুদিন আগে ওমান থেকে ফিরেছেন। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এছাড়া পাঞ্জাবের হোশিয়ারপুরে ইতালিফেরত দু’জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের শারীরিক নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

জম্মু-কাশ্মীরে দু’জন করোনা আক্রান্ত হয়েছেন ধারণা থেকে সেখানকার বেশ কয়েকটি জেলার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অঞ্চলটির মুখ্যসচিব রোহিত কানসাল জানিয়েছেন, সম্প্রতি ওই দু’জন হাসপাতাল থেকে চিকিৎসকদের না জানিয়ে পালিয়ে গেছেন। তাদর খুঁজে বের করা হবে।

india

ভারত থেকে ভুটানে যাওয়া এক করোনা রোগীর সংস্পর্শে আসা অন্তত ১৫০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসামে তিনি যে হোটেলে থাকতেন, সেখানকার সব কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শনিবার সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। জনগণকে অতিরিক্ত ভিড় না করা এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, ভাইরাস আক্রান্তদের জন্য আরও বেশি কোয়ারেন্টাইন জোন প্রস্তুত রাখার নিদের্শনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।