তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা সৌদি আরামকোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১১ মার্চ ২০২০

সৌদি আরবের তেল কোম্পানি আরামকো দৈনন্দিন তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বুধবারের দেওয়া ঘোষণা অনুযায়ী, কোম্পানিটি এখন দৈনিক ১২ মিলিয়ন থেকে বাড়িয়ে ১৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করবে। করোনায় শেয়ারের দরপতন ঠেকানোর কৌশল হিসেবেই এমন পদক্ষেপ।

বেশিরভাগ শেয়ারের মালিকানা সরকারের হাতা থাকা কোম্পানিটির এই ঘোষণাটি দিয়েছে সৌদি তাদাউল স্টক একচেঞ্জ থেকে। তবে কবে থেকে এই তেল উৎপাদন বৃদ্ধি করা হবে এ বিষয়ে আরামকোর পক্ষ থেকে কোনো দিনক্ষণ জানানো হয়নি। খবর মার্কিন বার্তা সংস্থা এপির।

আরামকো বলছে, এই ঘোষণা সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের একটি নির্দেশনা। রাজপরিবার শাসিত দেশটির জ্বালানি নীতি নির্ধারণের কাজটি করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সালমান। তারা দুজনই সৌদি বাদশাহর ছেলে।

সৌদি আরব গড়ে প্রতিদিন ৯ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করছিল। কিন্তু তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদন কমাতে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়া যে ঐকমত্যে পৌঁছেছিল গত শুক্রবার সেই ঐকমত্য ভেস্তে যাওয়ায় তেলের দাম কমে যায়।

আরামকো এখন বলছে, আগামী এপ্রিল থেকে তারা দিনে ক্রুড তেলের উৎপাদনের পরিমাণ বাড়িয়ে করবে ১২ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল। আরামকো বর্তমান উৎপাদনের চেয়ে এটি ৩ লাখ ব্যারেল বেশি। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বৃদ্ধি ও দাম কমানোর মাধ্যমে সৌদি তাদের বাজারমূল্য ধরে রাখতে চাচ্ছে।

১৯৯১ সালের ১৭ জানুয়ারি শুরু হওয়া প্রথম উপসাগরীয় যুদ্ধের পর গত সোমবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক দিনের কেনাবেচায় সর্বোচ্চ কমেছে। গতকাল এক দিনেই জ্বালানি তেলের দাম ৩৩ শতাংশ পর্যন্ত কমে। গড়ে যা দাঁড়ায় ২৫ শতাংশে।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।