সিঙ্গাপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৩ মার্চ ২০২০

সিঙ্গাপুরে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের নয়জন অন্যদেশ থেকে ফেরার পরই কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। দেশটির জাতীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদন অনুযায়ী, আজকের ১৩ জন নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০০ জন। তবে আক্রান্তদের কেউই মারা যায়নি। এছাড়া আক্রান্তদের মধ্যে ৯৭ জন সুস্থ হয়েছেন। যারমধ্যে আছেন দুই বাংলাদেশিও।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে ভ্রমণ শেষে করোনায় আক্রান্তদের মথ্যে দুজন হলেন সিঙ্গপুরের নাগরিক। তারা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ধর্মীয় সমাবেশে অংশগহ্রণ করার কারণে করোনায় আক্রান্ত জন। ওই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট চারজন করোনায় আক্রান্ত হলেন।

তবে সিঙ্গাপুরে সাফা জুরং ক্লাস্টারেই (বিশেষ এক গুচ্ছ) সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন। এই সংখ্যাটা ৪৪। আজকে নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে ওই ক্লাস্টারের একজন রয়েছেন। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এখনো ১০৩ জন হাসপাতালে চিকিৎসাধনী রয়েছেন। যারমধ্যে তিনজন বাংলাদেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধনী ১০৩ জনের বেশিরভাগের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল। তবে তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দেশটির বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।