করোনার কারণে ওয়াশিংটন অফিস বন্ধ করলো এপি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৫ মার্চ ২০২০

করোনা সংক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অফিস অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সম্প্রতি সংস্থাটির এক কর্মী সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। এর পর থেকেই তার শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। ওই ব্যক্তির শারীরিক পরীক্ষার ফলাফল আসার আগেই ঝুঁকিমুক্ত থাকতে গত শুক্রবার গোটা অফিসই বন্ধ করে দেয় এপি।

তবে ভিডিও কার্যক্রম, রাজনৈতিক প্রচারণা, ভোট গণনার মতো কার্যক্রম বিকল্প উপায়ে চালু থাকবে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬০ জন।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।