করোনার মধ্যে বার্ড ফ্লুর হানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৬ মার্চ ২০২০

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের দাপটে দিশাহীন গোটা বিশ্ব। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী দেশটির জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে করোনা ভাইরাস এখন ভয়াবহ অবস্থায় রয়েছে ইউরোপে।

করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন শঙ্কিত এর মধ্যে ভারতে আবার হানা দিয়েছে আরেক বিপদ, বার্ড ফ্লু। এই ফ্লু যাতে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য কেরালার একটি জেলায় প্রায় ১৪০০ পাখি নিধন করা হয়েছে।

পাখিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে মুরগি, হাঁস এবং কবুতর। পাখিগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং এদের ডিম মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ফ্লু ঠেকাতে পাখি নিধন কার্যক্রম সোমবারও চলবে।

এ দফায় কেরালার দুটি পোল্ট্রি ফার্মে ৮ মার্চ প্রথম বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া যায়। এরপর পাখি নিধন শুরু হয়। আক্রান্ত দুটি পোল্ট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্যে যত পাখি পাওয়া গেছে সব নিধন করা হয়েছে।

এরজন্য ক্ষতিপূরণও পাচ্ছেনও পোল্ট্রি ব্যবসায়ীরা। দুমাসের বেশি বয়সী প্রতিটি মুরগির বাচ্চার জন্য ২০০ টাকা করে আর তার ছোট বাচ্চার জন্য ১০০ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে সরকারের তরফ থেকে। সূত্র : দ্য নিউজ মিনিট।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে আজ ৪৫ জন তরুণ, সুঠাম স্বেচ্ছাসেবীর শরীরে বিভিন্ন মাত্রায় ডোজ দিয়ে এ পরীক্ষা শুরু হবে। এ ভ্যাকসিন যদি কার্যকর বলে প্রমাণিত হয় তারপরও পরিপূর্ণভাবে এর বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগবে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।